ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের স্নাইপারদের গুলিতে এবার দুই ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হয়েছে। নিহত দুই কর্মকর্তা হচ্ছে ২৬ বছর বয়সী ক্যাপ্টেন দিমিত্রি লেভিটাস এবং ২৩ বছর বয়সি লে. নাতান কোহেন।
গতকাল (মঙ্গলবার) হামাসের হামলায় এসব ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বলে আজ তেলআবিব স্বীকার করেছে। ওই হামলায় আরো ২০ ইসরাইলি সেনা আহত হয়েছে যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরাইলি সামরিক মুখপাত্রের দপ্তর আজ জানিয়েছে, মঙ্গলবার রাতে নিহত ক্যাপ্টেন লেভিটাস ও লে. কোহেন সাঁজোয়া কোরের কোম্পানি কমান্ডার ছিল।
এ নিয়ে গত বৃহস্পতিবার গাজায় স্থল আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত হামাসের অকুতোভয় যোদ্ধাদের হাতে ৩১ জন ইসরাইলি সেনা নিহত হলো। এছাড়া, হামাসের হাতে আটক হয়েছে আরেক ইহুদিবাদী সৈন্য। রয়টার্স
0 comments:
Post a Comment