মিশরের মধ্যস্থতায় গাজায় ইসরাইল ও ফিলিস্তিন নতুন করে ৫ দিনের এক যুদ্ধবিরতি কার্যকর করেছে। গতকাল রাতে পূর্বের ৭২ ঘণ্টা বা ৩ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর নতুন এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে উভয় পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরও ফিলিস্তিনি অধ্যুষিত গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তাদের অভিযোগ, হামাসের রকেট হামলার জবাব দিতেই তারা পাল্টা-হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে দুই পক্ষ থেকে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে এ হামলা বেশিক্ষণ স্থায়ী ছিল না। রাতভর আর কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। গত ৮ই জুলাই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এদিকে হামাসের দাবি, গতকাল রাতে ইসরাইলে কোন রকেট হামলা চালানো হয়নি। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লার্নার এক টুইট বার্তায় বলেন, উপসংহারে পৌঁছানোর কোন প্রয়োজন নেই। আমি জানি না রাত ১০টায় কারা ইসরাইলে রকেট ছুঁড়েছে। ফিলিস্তিনি কয়েকটি সূত্র বলছে, যদ্ধবিরতির সময়সীমা বর্ধিত করায় তা আরও আলোচনার পথ করে দেবে। তবে সেটা খুব সহজ হবে না। কায়রোয় উভয় পক্ষই মিশরের মাধ্যমে তাদের দাবি-দাওয়া তুলে ধরছে। ফিলিস্তিন চায় গাজায় অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার করুক ইসরাইল। অন্যদিকে, ইসরাইল চায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা হোক। এদিকে মিশর মধ্যস্থতার মাধ্যমে গাজায় যুদ্ধাবসানের প্রস্তাব পেশের পর সেটা বিবেচনায় নিয়েছে ইসরাইল। গাজার বিভিন্ন অংশে অবরোধ শিথিলের ব্যাপারে সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১,৯৫১ প্রাণ হারিয়েছেন। নিহতদের প্রায় সবাই বেসামরিক ফিলিস্তিনি এবং অধিকাংশই শিশু ও নারী। আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। অন্যদিকে, ৬৪ সেনাসহ মাত্র ৬৭ ইসরাইলি এ সহিংসতায় নিহত হয়েছে।
গাজায় ৫ দিনের নতুন যুদ্ধবিরতি কার্যকর
12:23 AM
Business
,
Entertainment
,
Fashion
,
Gadgets
,
Games
,
Life & Style
,
Movies
,
Photography
,
Social
,
Sports
,
Technology
,
Travel
,
বিশ্ব
Edit
0 comments:
Post a Comment